নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নে পুরো একটি গ্রাম ডায়রিয়ায় আক্রান্ত বলে খবর পাওয়া গেছে। মুরুং উপজাতিদের ওই গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কাইপ্রু মুরুং (৪৭) নামে এক নারী মারা গেছেন।
এছাড়া ৬ শিশুসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। গতকাল শুক্রবার দুপুরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
পাড়া কারবারি কাইপু মুরুং জানান, তিনি নিজেও স্ত্রীসহ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও আশপাশের আরো কয়েকটি গ্রামে ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ভর্তি রোগীরা হলেন চং ওয়াই মুরুং(৫০), রুই অং মুরুং (১০ মাস), মংহ্লা মুরুং (৫), কাইপ্রু মুরুং (৪৭), চিনাংকু মুরুং (২৭), রো রোং মুরুং (৯), নবাউ মুরুং (৪৮), শংলিং মুরুং (৩০), চেং ওয়াই মুরুং (৪৬), কংডুই মুরুং (৩৫), রেংজং মুরুং (১১), লিংপ্রাং মুরুং (৯), তুংপ্রেমিং (৩০) ও মিনশু মুরুং (৭)।
তাদের সকলকে আলাদা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আরিফুর রহমান।