নব প্রেম

খালেদা লিপি | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

এমনও কেউ কারো থাকে যে, ভীষণ বিষণ্নতায় তথা

শূন্যতায় ঘিরে রাখতে পারে একটা পরিযায়ী মন।

সেই পরিযায়ী মনে একটা স্বপ্নের নদী

তারই নামে বয়ে যায় নিরবধি।

সে প্রেমের কোনও ব্যাখ্যা জানা নেই,

শুধু কাব্যিক কবিতার মতো হৃদয় জুড়ে লেখা হয়ে আছে

গহীন বিলাসী অথচ কাল্পনিক ভালোবাসার এক অবিশ্বাস্য আখ্যান।

সুক্ষ্ম সে প্রণয় নিশীথ রাতের মতো শব্দহীন ভাবে

তনুর রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসা ছড়িয়ে দেয় নীরবেই,

আর উদাত্ত আকাশের উজ্জ্বল নক্ষত্রের আলোকচ্ছটা এসে

আলোকিত করে গোপন ব্যথায় অন্ধকারে

নিমজ্জিত হওয়া একটা পরিযায়ী মনের মানুষকে।

প্রেমের এমন নব চাষে কতোই না সৌন্দর্য এসে

ধরা দেয় কবিতার মাঝে জীবন আখ্যানে।

পূর্ববর্তী নিবন্ধতপন সিংহ: বাংলা চলচ্চিত্রের ত্রাণকর্তা
পরবর্তী নিবন্ধতুমি শুধু তুমি