নবীবংশের আত্মত্যাগের মাধ্যমেই আজ ইসলাম সমুন্নত

কাট্টলীতে কারবালা মাহফিলে বক্তারা

| সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে অষ্টম দিনের মত অনুষ্ঠিত হয়েছে আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল। আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ও মহররমের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে ১ মহররম থেকে ধারাবাহিকভাবে চলছে কারবালা মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনরে সাবেক মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অক্সিজেন কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ নঈমী (ম.জি.আ)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তাহের মনজুর সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিউর রহমান, মাওলানা মাহফুজুর রহমান ও শায়ের মোহাম্মদ মাসুদ রেজা আল কাদেরী প্রমুখ। উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম ও মোহাম্মদ সাইফুল আলম। মাহফিলে বক্তারা বলেন,
ইসলামের কালজয়ী আদর্শকে সমুন্নত রাখার জন্যই কারবালায় নবী নবীবংশের যে আত্মত্যাগ হয়েছিল মূলত এর বিনিময়ে ক্ষমতার মসনদের লোভের উর্ধ্বে উঠে হযরত ইমাম হোসাইন (রা.) বুকের তাজা রক্ত প্রবাহিত করে ইসলামের শাশ্বত নীতি ও আদর্শকে সমুন্নত করলেন। কারবালার রক্তাক্ত সিঁড়ি বেয়েই আজ ইসলাম প্রতিষ্ঠিত। ইসলাম আজ সমুন্নত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজবী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবী (দ.) পরিবারের ওপর জঘন্য নির্মমতা দেখিয়েছে পাষণ্ড ইয়াজিদ
পরবর্তী নিবন্ধনিজের ঘর ভেঙে ভূমিহীনদের জন্য নির্মিত ঘর দখল