নবীপ্রেমই খোদা প্রাপ্তির পূর্বশর্ত

বোয়ালখালীতে সুন্নি কনফারেন্সে আল্লামা সাবির শাহ

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পীর হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) বলেছেন, নবীপ্রেমই (দ.) খোদা প্রাপ্তির পূর্বশর্ত। রাসুল (সা.) এর পথ অনুসরণ করলে জীবনে শান্তি আসবে। তাঁর আদর্শকে বুকে ধারণ করে জীবন যাপন করতে পারলে পৃথিবী থেকে অশান্তি, বিশৃঙ্খলা এবং হানাহানি দূর হয়ে যাবে। দুনিয়া ও আখিরাতে সফল হতে চাইলে নামাজ, রোজা, হজ, যাকাত ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি আদায়ের পাশাপাশি দ্বীন-মাজহাব মিল্লাতের প্রচার, প্রসারের জন্য কাজ করতে হবে এবং মানুষের কল্যাণে একে অপরকে এগিয়ে আসতে হবে। গত ৩১ অক্টোবর রাতে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বাদে গাউছিয়া কমিটি বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত নেছারে মদিনা সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ শফিক সিআইপির সভাপতিত্বে ও এস এম ফখরুদ্দীনের সঞ্চালনায় অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, তছকির আহমদ, হাবিবুল্লাহ মাস্টার, মাওলানা জসিম উদ্দীন আল আযাহারী, আবদুল মোস্তাফা রহিম আযাহারী, কাজী ওবাইদুল হক হক্কানী, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নুরুল হক চিশতী, শেখ সালাউদ্দীন, নেজাবত আলী বাবুল, নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, মনছুর সওদাগর, এস এম মমতাজুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী, মাওলানা মহিউদ্দীন আল কাদেরী, আবুল মনছুর দৌলতী, আলম খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ। শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) বলেছেন, করোনাকালীন গাউছিয়া দাফন- কাফনের ব্যবস্থা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গতকাল সোমবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গাউছিয়া কমিটি পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কনফারেন্স উদযাপন কমিটির আহ্বায়ক চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপত্বিতে এতে বক্তব্য দেন, আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি এম এ মহসিন। গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার ও মাহবুবুল হক খান। প্রধান ওয়েজিন ছিলেন মুফতি আবদুল ওয়াজেদ আল কাদেরী, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, মাওলানা হাফেজ আহম্মেদ আল কাদেরী, মাওলানা বকতিয়ার হামিদ আল-কাদেরী, গাউছিয়া কমিটির দক্ষিণ জেলার সভাপতি কমরুদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিবুল্লা মাস্টার, পটিয়ার পৌর মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র নুরুল ইসলাম, ছগীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাজী জাফর, সেলিম নবী, আবদুল খালেক চেয়ারম্যান, গাজী ইদ্রিস চেয়ারম্যান, ইনজামুুল হক জসিম চেয়ারম্যান, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, কনফারেন্স উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শামীম, সদস্য সচিব কে এম দিদারুল আলম, পৌরসভার সভাপতি আবু মহসিন, সম্পাদক সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম, মোজাফফর আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন নিয়ে বিএনপিসহ অন্য দলের চিন্তার ঘাটতি রয়েছে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধক্রমাগত কমছে রেমিটেন্স