নন্দনকানন থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:১৯ পূর্বাহ্ণ

নগরের নন্দনকানন এলাকা থেকে খন্দকার সোলেমান বাদশা নামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত বাদশা ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাড়ে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোলেমান বাদশা মুরাদপুর মোড়স্থ বাবুস সালাম হজ্জ্ব কাফেলা’র মালিক সেজে মাওলানা মোহাম্মদ তৈয়বকে হজ্জ্বে নেওয়ার কথা বলে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা নেয়। বিপরীতে সোলেমান একটি চেক দেয় তৈয়বকে। পরবর্তীতে সোলেমান তৈয়্যবকে হজ্জ্বে না নিয়ে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় তৈয়্যব আদালতে চেক প্রতারণার মামলা করেন। যুগ্ম মহানগর দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক সোলেমানকে দোষী সাব্যস্ত করে গত ৩ জুলাই ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধআলোর স্পন্দনের সন্ধান দিয়ে পদার্থবিদ্যায় নোবেল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের রোডমার্চে হবে জনস্রোত