নতুন ভোটার হওয়ার চরম ভোগান্তির শেষ কোথায়

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

সন্দ্বীপ পৌরসভায় জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে গিয়ে জনগণের চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে রাত বারোটা পর্যন্ত নারী পুরুষরা অসুস্থ ক্ষুধার জ্বালা, গরমে অতিষ্ঠ হয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া সহ নানান ধরনের অসুস্থ হয়ে পড়ছেন। কেউ ফ্লোরে শুয়ে ও বসে যাচ্ছে বাধ্য হয়ে । মনে হয় রোহিঙ্গা বা শরণার্থীরা বসে আছে।

এ ভোগান্তির পিছনে নির্বাচন অফিসের উদাসীনতা ও অপার্যাপ্ত ছবি তোলার ডিভাইস, কম জনবল ও তাদের রূঢ় ব্যবহারকে দায়ী করছে আগত জনগণ। অভিযোগ উঠছে বিভিন্ন ইউনিয়নে ছবি তুলতে ৫টি ডিভাইস ব্যবহার করলে ও এখানে ৩টি ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে আবার একটি নষ্ট। অন্যদিকে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন অফিসের প্রতিনিধি কেউ কাজ ছেড়ে ঘুমিয়ে পড়া বা চা নাস্তা খেতে গিয়ে ইচ্ছে করে সময় অপচয় করছে। আবার কাউকে পরে নির্বাচন অফিসে গিয়ে বা ঈদের পরে ছবি তুলতে পরামর্শ দিচ্ছে। যা পরবর্তীতে ৫ থেকে ৭ হাজার টাকায় কন্ট্রাক্ট করার পাঁয়তারা বলে মনে করছে জন সাধারণ। নির্বাচন অফিসের প্রতিনিধিরা মানুষের সাথে খারাপ ব্যবহার করছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সন্দ্বীপের অভিভাবক সম্মানিত এম.পি মহোদয় মাহফুজুর রহমান মিতার আশু হস্তক্ষেপ কামনা করছি।

মো: কামরুল হাছান

উপসহকারীপ্রকৌশলী (সিভিল) সবুজবাগ, হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধশ্রদ্ধাঞ্জলি