নতুন বছর

গৌতম কানুনগো | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বছর শুরু জানুয়ারী

ঠাণ্ডা থাকে ভীষণ ভারী

ফেব্রুয়ারি তাক ধিনাধিন

রয়না পুরো ত্রিশদিন।

যখন আসে মার্চ মাস

গরমে হয় হাঁসফাঁস।

এপ্রিল থেকে মেজুন

চারিদিকে গরম আগুন।

জুলাই, আগস্ট বৃষ্টি ঝড়

জলে ভরা খাল বিল চর।

সেপ্টেম্বর আর অক্টোবরে

উৎসবের রঙ ঘরে ঘরে।

নভেম্বরে ধান কাটার ধুম

মেলায় খেলায় চোখ হারা ঘুম।

ডিসেম্বর মাস বছর শেষ

ভালোবাসি আমার দেশ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামি আজিজুল নগরীতে গ্রেপ্তার 
পরবর্তী নিবন্ধছড়া সম্রাট