বছর শুরু জানুয়ারী
ঠাণ্ডা থাকে ভীষণ ভারী
ফেব্রুয়ারি তাক ধিনাধিন
রয়না পুরো ত্রিশদিন।
যখন আসে মার্চ মাস
গরমে হয় হাঁসফাঁস।
এপ্রিল থেকে মে–জুন
চারিদিকে গরম আগুন।
জুলাই, আগস্ট বৃষ্টি ঝড়
জলে ভরা খাল বিল চর।
সেপ্টেম্বর আর অক্টোবরে
উৎসবের রঙ ঘরে ঘরে।
নভেম্বরে ধান কাটার ধুম
মেলায় খেলায় চোখ হারা ঘুম।
ডিসেম্বর মাস বছর শেষ
ভালোবাসি আমার দেশ।