নতুন বছরের প্রত্যাশা

ছাদেক হোছাইন | সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:০৫ পূর্বাহ্ণ

আশা নিরাশার দোদুল্যমানে কাটলো দুই হাজার বাইশ। সে সাথে পাওয়া না পাওয়া তো আছেই। এসব হয়তো অঙ্ক কষে মেলানো দায়। তবে বছর শেষ, শেষ আরেকটা অধ্যায়। মানুষে মানুষে ভালোবাসা কমেছে, অভিমান জন্মেছে পর্বতের ন্যায়। মূল্যবোধে ধরেছে খুনের পোকা, যুদ্ধে বেড়েছে লোভ। সহিংসতা, নৃশংসতা, নির্মমতা ও রক্তাক্ত ঘটনাগুলো হয়তো গত হওয়া বছরটির সাক্ষ্য বহন করছে। প্রতি বছরের ন্যায় হাজারো আশাপ্রত্যাশা, স্বপ্ন আর সম্ভাবনা ও প্রকৃত মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে হয়তোবা যাত্রা শুরু করেছিলাম। কিন্তু সেসব আশাপ্রত্যাশা ও স্বপ্ন পূরণে নিজেরা কতটুকু সচেষ্ট ছিলাম? নাকি ছিলাম না। আর ভালো মানুষ হওয়ার চেষ্টাই বা কতটুকু করেছি ? হয়তোবা করিনি। নিজে একজন তরুণ হিসেবে, নতুন বছরের সূচনালগ্নে সবার কাছে প্রত্যাশাআসুন সবার আগে একজন ভালো মানুষ হই। পুরনো বছরের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, হানাহানি ভুলে গিয়ে নিজেকে নবরূপে গড়ে তুলি। সবশেষে কবিতার পঙক্তিতে বলব, ‘পূরণ হোক অধরা স্বপ্ন মন ভরুক হর্ষে, / সকলকে হারদিক শুভেচ্ছা শুভ নববর্ষে’।

পূর্ববর্তী নিবন্ধবাইশ পেরিয়ে তেইশে’র সূর্যোদয়!
পরবর্তী নিবন্ধনতুন বছরের প্রত্যাশা: একটি সমৃদ্ধশালী বাংলাদেশ