নতুন বছরে

গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

নতুন বছরে ঘরে ঘরে আজ

নতুন জীবন চাই

পুরনোকে ভুলে স্মৃতিঝাঁপি খুলে

দেখ কেউ পড়ে নাই।

 

সুখের জীবন চাই আজীবন

কোমল হাতটি ধরে

হাসি হাসি মুখ রাশি রাশি সুখ

চাই বাংলার ঘরে।

 

নতুন বছরে খুব আশা করে

লিখছি নতুন ছড়া

সব ঝেড়ে মুছে দুখ জ্বালা ঘুচে

হোক না এদেশ গড়া।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষ
পরবর্তী নিবন্ধমানবতা