নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির ধারায় সম্পৃক্ত করতে হবে

রানী মোহন গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে পেয়ারুল

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান রাজনীতিবিদ এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, মূল্যবোধের অবক্ষয় রোধ করতে আগামী প্রজন্মকে সাহিত্যসংস্কৃতির ধারায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, সমাজের প্রকৃত গুণীজনদের স্বীকৃতি প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে অনুষ্ঠিত রানীমোহন গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখছিলেন। রানী মোহন সাহিত্য পরিষদ চট্টগ্রামের উদ্যোগে শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফ। এতে বিশেষ অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, বাংলাদেশ শিশু একাডেমি কঙবাজার জেলার শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। স্বাগত বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক অপু বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন অরূপ বড়ুয়া ও অনুপ বড়ুয়া। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে গীতিনাট্য পরিবেশন করে বায়েজিদ মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। প্রফেসর রীতা দত্ত বলেন, সামাজিক জাগরণ সৃষ্টিতে সাহিত্যসংস্কৃতি চর্চার বিকল্প নেই। ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ২ গুণী ব্যক্তিকে রানী মোহন গুণিজন সম্মাননা প্রদান করে মূলত আমাদেরকেই সম্মানিত করা হল।

সভাপতি অধ্যক্ষ ড.আনোয়ারা বলেন, রানীমোহন সাহিত্য পরিষদ আজ ২ জন বড় মাপের মানুষকে সম্মাননা প্রদান করে নিজেরাই সম্মানিত হয়েছেন। সম্মাননাপ্রাপ্ত গুণীজন প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন বলেন, আজকে যে বিশাল সম্মান আমাকে প্রদান করা হল তাতে আমার আরো বেশি দায়িত্ব বাড়িয়ে দিল। অপর সম্মাননাপ্রাপ্ত গুণীজন রাশেদ রউফ বলেন, আমাদের চিন্তার বিকাশ সাধনে সাহিত্যসংস্কৃতি চর্চার বিকল্প নেই। রানীমোহন সাহিত্য পরিষদ তার সাংগাঠনিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সমাজের প্রকৃত গুণীজনসহ সাহিত্যসংস্কৃতি চর্চায় আরো বেশি কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টকেশক্তিশালী করার প্রত্যয়
পরবর্তী নিবন্ধব্যতিক্রমধর্মী এক উদ্যোক্তা মেলা ‘ওয়ান্ডার ওমেন’