নটরডেম কলেজ ও বাওয়া স্কুল চ্যাম্পিয়ন

সরকারি মুসলিম হাই স্কুল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

| শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

‘মস্তিষ্কের প্রাচীরে আঘাত হানুক যুক্তির কষাঘাত’ এই স্লোগানকে ধারণ করে সরকারি মুসলিম হাই স্কুল ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব গত বুধবার শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩২ টি স্কুল ও কলেজ এতে অংশ নেয়। প্রতিযোগিতা সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।

সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মমতাজ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মুলসিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, ডিবেট ক্লাবের মডারেটর মো. সাইফুল আজম, প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি নাসির উদ্দিন ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী।

প্রধান অতিথি বলেন, গোঁড়ামি আর আসক্তির শিকল ভেঙে প্রতিটি নিউরনে জাগুক যুক্তির হুংকার। এই পৃথিবীর সকল আসক্তি, আসক্তি আর গোঁড়ামি থেকে মুক্তির পথে যাত্রা শুরু হয় চিন্তার মাধ্যমে এবং সেই চিন্তা থেকে যুক্তির উৎকর্ষতার মাধ্যমে। মাসুদ বকুল বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যৌক্তিকভাবে চিন্তা করতে শেখে, চিন্তা শক্তির প্রসার ঘটায়।

প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় নটরডেম কলেজ এবং রানারআপ হয় চট্টগ্রাম কলেজ। নটরডেম কলেজের আবিদ মাহমুদ প্রতিযোগিতা ও ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিক উচ্চ বিদ্যালয় (বাওয়া) এবং রানারআপ হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। ডা. খাস্তগীর স্কুল উচ্চ বিদ্যালয়ের সাবিহা তাবাসসুম স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়।

মুসলিম হাই স্কুল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মো. শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আবির, রাহাবার ইসলাম রাফিন, আহাদ বিন আজাদ, ওয়াজিব চৌধুরী, মিরাজুল ইসলাম, শরিফুল কাদের রাকিব, হাসান ফিরোজ নাহিয়ান, নাজমুল জায়েদ, আরিফুস সাকিব জামিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে বাবা খুনের মামলা সিআইডিতে
পরবর্তী নিবন্ধভয় পেয়ে আক্রমণ করছে সরকার : ফখরুল