নজুমিয়া হাটকে মাদকমুক্ত করুন

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

আমরা হাটহাজারী থানার ১৪ নং শিকারপুর ইউনিয়নের নজুমিয়া হাটের অধিবাসী। বর্তমানে আমাদের এলাকার নজুমিয়া হাটের কয়েকজন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদকদ্রব্য হিরোইন, আফিম, গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবার মতো মরণ নেশা বিক্রি করে চলেছে। নেশা ও মাদকের কবলে নজুমিয়া হাটসহ বৃহত্তর শিকারপুর ইউনিয়ন আজ মাদকের হাটে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সার্বিক প্রতিরোধ গড়ে তোলা এখন সমাজ ও রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হয়ে পড়েছে। মাদক ও নেশার কুপ্রভাবে এলাকার তরুণ ও ছাত্র সমাজ প্রতিনিয়ত ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হচ্ছে।এ নিয়ে নজুমিয়াহাট শিকারপুর ইউনিয়ন এলাকার অভিভাবকসহ সুশীল সমাজের উদ্বেগ উৎকন্ঠা বেড়েছে। দুঃখজনক হলেও সত্য যে, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের নাকের ডগায়ই অবাধে মাদকের কেনা বেচা চলছে। মাদক দ্রব্যের অবাধ কেনাবেচা বন্ধ না হলে মাদকের হাত থেকে যুব ও ছাত্র সমাজকে রক্ষা করা যাবে না। তাই এই মাদকের বিভীষিকাময় হতে যুব সমাজকে রক্ষা করতে হলে নজুমিয়াহাট থেকে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আনোয়ার হোসেন মামুন, নজুমিয়াহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধডি.এইচ. লরেন্স : প্রচলিত সামাজিক প্রথা ও বিশ্বাসে বিদ্রোহী শিল্পীসত্তা
পরবর্তী নিবন্ধমশা তাড়াবে কে?