মশা তাড়াবে কে?

মোঃ আখতার উদ্দিন চৌধুরী | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

সিটি করপোরেশনে মেয়র আসে মেয়র যাই, পাঁচ বছর পরপর কাউন্সিলর বদলায় কিন্ত মশা বহাল তবিয়তে রয়ে যায়।
প্রতিবার সিটি নির্বাচনের আগে প্রার্থীরা ভোটারদের মশা নিধনের কথা এমন ভাবে বলে যে মনে হয় তিনি নির্বাচিত হলে মশা নামক এই কিটটি আর থাকবেনা, আমাদের মশা দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে।
আমরা আশাবাদী তাদের আশ্বাস সরল ভাবে বিশ্বাস করে দুহাত ভরে ভোটদেই, কিন্তু না যে লাউ সে কদু প্রার্থী নির্বাচিত হয়ে যায়, যায়না শুধু মশা, দীর্ঘকাল যাবত এই আশ্বাসের বাণী শুনতে শুনতে বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে এখন দিনেও মশারি টাঙ্গাতে হয়।
তাই মাননীয় মেয়র সহ কাউন্সিলরদের প্রতি আহবান আর আশ্বাসের বাণী নয় এবার কার্যকরি পদক্ষেপ নিন, জনগণকে মশার যন্ত্রণা থেকে রেহায় দিন।

পূর্ববর্তী নিবন্ধনজুমিয়া হাটকে মাদকমুক্ত করুন
পরবর্তী নিবন্ধতোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ