নজিরবিহীন ‘২০২০’ এর পরেও বিক্রি বাড়ছে জুমের

| বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১১:৪৯ পূর্বাহ্ণ

জুম প্রধান এরিক ইউয়ান বলছেন, মহামারীতে শুরু হওয়া বাসা-থেকে-কাজ অনুশীলন বন্ধ হচ্ছে না। মহামারীতে গত বছর জুমের ব্যবসা ফুলে-ফেঁপে উঠেছিল। এ বছরও ব্যবসার বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করছে তারা। ভিডিও কনফারেন্সিং সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বছর বিক্রি ৪০ শতাংশেরও বেশি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সবমিলিয়ে বিক্রি গিয়ে দাঁড়াবে তিনশ’ ৭০ কোটি ডলারে। খবর বিডিনিউজের।
অনুমান জানানোর পর প্রতিষ্ঠানটির শেয়ার দর ছয় শতাংশেরও বেশি বেড়েছে। টিকা নেওয়া এবং সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞা উঠে গেলে প্রতিষ্ঠানটি কীভাবে সেবা দেওয়া অব্যাহত রাখবে, সেটি জানার অপেক্ষায় ছিলেন ব্যবহারকারীরা।
গত বছরের মতো একই গতিতে বৃদ্ধি হবে না বলেও উল্লেখ করেছে জুম। তবে, তারা জানিয়েছে, ব্যবসা দৃঢ় থাকবে। ২০২০ সালের শেষ তিন মাস প্রতিষ্ঠানের বিক্রি ২০১৯ সালের তিন মাসের তুলনায় ৩৭০ শতাংশ বেড়ে ৮৮ হাজার দুইশ’ ৫০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। চতুর্থ প্রান্তিক জুমের নজিরবিহীন একটি বছরের দৃঢ় সমাপ্তিকে চিহ্নিত করলো বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান এরিক ইউয়ান। তিনি আরও বলেন, বিশ্ব মহামারী থেকে উঠে দাঁড়াচ্ছে, আমাদের কাজ মাত্র শুরু হয়েছে।
গোটা বিশ্বে অসংখ্য প্রতিষ্ঠান মহামারীর সময়ে হুট করে বাসা-থেকে-কাজ কাঠামোতে কর্মকাণ্ড পরিচালনা শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধসারফেস ডুয়ো ২ নিয়ে যা শোনা যাচ্ছে
পরবর্তী নিবন্ধরিকন্ডিশন গাড়ি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক নির্ধারণের প্রস্তাব