নজরুল বাঙালির মানস পটে চিরভাস্বর হয়ে থাকবেন

আলোচনা সভায় বক্তাদের অভিমত

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী এনায়েতবাজারস্থ মহিলা কলেজ, চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। কলেজে প্রাঙ্গণে এ উপলক্ষে কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সোহানা শরমিন তালুকদার। তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন, নজরুলের বিদ্রোহ ও বিশ্বাসে কোন গোঁড়ামি কুসংস্কার স্পর্শ করতে পারেনি। তিনি যুগ যুগ ধরে বাঙালির মানস পটে চিরভাস্বর হয়ে থাকবেন।

তারুণ্যের উচ্ছ্বাস : নগরীর মেহেদীবাগস্থ প্রহর মিলনায়তনে তারুণ্যের উচ্ছ্বাস গতকাল বৃহস্পতিবার নজরুল জন্মজয়ন্তী উদযাপন করে। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

আনিকা ইবনাত সূচির সঞ্চালনায় অনুষ্ঠানে নজরুলের গান ও কবিতায় অংশ নেন ভূবন দাশ ত্রয়ী, রাজেশ্বরী চৌধুরী, ঊর্মি নন্দী, লাকী দেবী, চিংকু রানী শীল, তাহাসির আরাফাত, অর্পিতা দাশগুপ্তা, প্রজ্ঞা লাবনী, রাহুল ঘোষ দস্তিদার, পূর্ণিমা লালা, আফরোজা চৌধুরী, অপর্ণা দাশগুপ্তা, পিন্টু দাশ, পিয়া চৌধুরী, শারমিন মুস্তারী নাজু, সুমি বিশ্বাস, সুস্ময় পাল শুভ, এ এফ ফাহিম, সোহেল রানা, দেবদ্বীপ কান্তি দাশ, অঝর চৌধুরী, নিলয় পাল এবং মেহেরাজ উদ্দীন। সমাপনী বক্তব্য দেন, মীর রাতুল হাসান ও নোটন কান্তি বিশ্বাস।

মুক্তিযুদ্ধের প্রজন্মবৃহত্তর চট্টগ্রাম : নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের প্রজন্মবৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার নগরীর দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশ নেনআবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, শিলা চৌধুরী, নাছির আলী পান্না, এম এ খালেক, এস এম রাফি, নূসরাত জাহান, কোহিনুর আকতার কনা, শাহরিয়ার মুনতাসীর মাহি, মহিম উদ্দিন, মো. সাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ওয়েব এপ্লিকেশনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধনগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির বর্ধিত সভা আজ