নজরুলের মানবতার সুর ও স্বর শিল্পীদের ধারণ করতে হবে

‘আজ কেবলি নজরুল’ অনুষ্ঠানে আলোচকবৃন্দ

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নজরুলের মানবতার সুর ও স্বর শিল্পীদের ধারণ করতে হবে। কারণ নজরুলের সৃষ্টিতে মানবপ্রীতি এবং মানুষের মেল-বন্ধনের কথা বারবার ধ্বনিত হয়েছে। গতকাল শুক্রবার এই কথামালা দিয়ে শুরু হয় ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস উপলক্ষে ‘আজ কেবলি নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের সূচনা বক্তব্যের মাধ্যমে দৈনিক আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী শুভ্রা চক্রবর্তী। নজরুল স্মরণ অনুষ্ঠানে নির্ধারিত আলোচকগণ বলেন, নজরুল আমাদের অহংকার। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নজরুলকে মূল্যায়ন করতে হবে। জাতীয় কবিকে নিবেদিত কথামালা এবং তাঁর রচনার আবৃত্তি নিয়ে আয়োজিত ‘আজ কেবলি নজরুল’ শীর্ষক এই অনুষ্ঠানে নজরুলের রচনা সম্ভার থেকে একক আবৃত্তি পরিবেশন করেন, আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী, আবসার তানিম, সায়েম বিন আলিম, শুভ্রা চক্রবর্তী, সুস্মিতা চৌধুরী, মুনয়িম আসরা, জান্নাত মিশর, রাকিবুল ইসলাম ও রিদুয়ান। নজরুল সঙ্গীত পরিবেশন করেন প্রেমা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি নরেন্দ্র মোদির সম্মান ও একজন বিলকিস বানো
পরবর্তী নিবন্ধসাড়ে ৫ হাজার ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার