নজরুলের গান ও কবিতা এখনও আধুনিকের চেয়ে আধুনিক

উচ্চারকের স্মরণসন্ধ্যায় বক্তারা

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা দুটোই কালকে অতিক্রম করেছে। তাঁর গান ও কবিতা এখনও আধুনিকের চেয়ে আধুনিক। এসব কালজয়ী সৃষ্টিতে তিনি তাঁর পরিচ্ছন্ন চেতনা ও দর্শনের মজবুত ভিত দাঁড় করিয়ে গেছেন। তাই নজরুল ইসলাম এখনও আমাদের যাপিত জীবনে এতো বেশি প্রাসঙ্গিক এবং আধুনিক। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর দামপাড়া মৌলানা মোহাম্মদ আলী রোডস্থ উচ্চারকের নিজস্ব কার্যালয়ে ফারুক তাহেরের সভাপতিত্বে অতিথি আলোচক ছিলেন কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার।
কাজী নজরুল প্রসঙ্গে তিনি বলেন, বাংলা কবিতা ও গানকে কাজী নজরুল ইসলাম যে উজ্জ্বলতায় নিয়ে গেছেন, যে বিপুল বৈচিত্রময় রূপ দান করেছেন তা এতোকাল পরও দেদীপ্যমান হয়ে আছে। থাকবে যুগ যুগ ধরে। উচ্চারকের মাসিক অনুষ্ঠান ‘তরুণালোয় অরুণোদয়ের স্বর’ শীর্ষক আয়োজনের এটি ছিল ২৯তম পর্ব। আবৃত্তিশিল্পী এ এস এম এরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি ও চিঠি পাঠ করেন উচ্চারক সদস্য আবৃত্তিশিল্পী শামীমা ইয়াছমিন মুন্নী, পুণম দত্ত, শামসুল আরেফিন, রুখসানা আফরিন সিলভিয়া, নাজিফা তাজনুর, জান্নাতুল নাঈম তমা ও হামিদ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধআইসিএমএবি চট্টগ্রাম শাখায় নবীন বরণ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং মেট্রোপলিটনের বৃক্ষরোপণ কর্মসূচি