নগরে পাহাড় কাটায় ৪ জনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

নগরের আকবর শাহ থানার বেলতলীঘোনা রসুলপুর এলাকায় পাহাড় কাটার দায়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে গতকাল আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছেন ফয়’স লেক লেকভিউ আবাসিক এলাকার জরিনা আকতার, বেলতলীঘোনার মোহাম্মদ শাকিল (২৩), মোহাম্মদ সুমন (২৮) ও মোহাম্মদ নাছিম (২৩)।

পরিববেশ অধিদপ্তর জানায়, গত ১৫ দিন ধরে আনুমানিক ৩০ হজার ঘনফুট পরিমাণ পাহাড় কাটা হয়েছে। এর আগেও একই স্থানে আনুমানিক পাঁচ হাজার ঘনফুট পাহাড় কাটার দায়ে গত ১৬ জুন জরিনা আকতারকে আসামি করে আকবর শাহ থানায় মামলা করেছিল পরিবেশ অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যখাতে উন্নয়নের ফলে বিদেশগামী রোগীর সংখ্যা কমেছে
পরবর্তী নিবন্ধদারুল উলুম মাদ্‌রাসার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালোবাসার নিদর্শন