নগরবাসীর উন্নয়নে সিডিএ বদ্ধপরিকর

ফৌজদারহাটে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে সিডিএ চেয়ারম্যান

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফৌজদারহাটে ৫তলা বিশিষ্ট বাইতুল নুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।গতকাল শুক্রবার দুপুরে উত্তর সলিমপুরের সিডিএ আবাসিকের এ ব্লক এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ আবু হেনা মঞ্জুর সভাপতিত্বে ও সেক্রেটারি নেছার আহমদের পরিচালনায় এ সময় সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম শহরের উন্নয়ন কার্যক্রম চলমান প্রক্রিয়া। মসজিদটির যেহেতু প্ল্যান পাশ হয়েছে অতিদ্রুত বাস্তবায়ন হবে আশা করি।

এ সময় উপস্থিত ছিলেন প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি মো: মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, সাবেক স্থানীয় চেয়ারম্যান মো: কামাল উদ্দিন প্রমুখ। সিডিএ চেয়ারম্যান আরও বলেন, ড্রেনেজ সিস্টেম নাগরিকদেরই ঠিক রাখতে হবে। ড্রেনের উপর যাতে কেউ স্থাপনা না করে সে ব্যাপারে সচেষ্ট থাকলে পানির উঠার দুর্ভোগ পোহাতে হবে না। সিডিএর ফান্ড থেকে মসজিদ সম্পন্ন করে দেওয়া হবে। নগরবাসীর উন্নয়নে সিডিএ বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিগত ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন