নওয়াব ওয়ালী বেগ খাঁ মসজিদ পরিদর্শনে চসিক মেয়র

| বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

 

নগরীর চকবাজার এলাকার নির্মাণাধীন নওয়াব ওয়ালী বেগ খাঁ (প্রকাশ অলি খাঁ) মসজিদ গত সোমবার পরিদর্শন করছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পরিদর্শনকালে মেয়র মসজিদের পুরো এলাকা ঘুরে দেখেন। ঐতিহ্যবাহী এই পুরনো মসজিদের অবকাঠামো অক্ষুণ্ন রেখে এরই সাথে সংযুক্ত করে নান্দনিক স্থাপত্যশৈলীর নকশা তৈরি করে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এই নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। মেয়র রেজাউল করিম মসজিদের বারান্দায় টাইলস বসানোর ব্যবস্থা করে দেবেন বলে উল্লেখ করেন।

এসময় চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনসারুল হক, নওয়াব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার, অর্থ সম্পাদক খালেদ জামাল, মোহাম্মদ নাজিম উদ্দিন, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ইঞ্জিনিয়ার শহীদুল আলম, আজম খান, আলী নেওয়াজ খান পারভেজ, মো. সেলিম, নজরুল ইসলাম ভূইয়া মনু, শাখাওয়াত হোসেন মানিক, নাফিজ ইমতিয়াজ সানজু, মাকসুদ জামিল মারুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াত বিদেশে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১ হাজার ১২১, মৃত্যু ২ জনের