ধুম্রজাল

আবু তাহের মুহাম্মদ | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

ধুকতে ধুকতে ধুম্রজালে

হা পিত্তেসে সময়

দিলে হয় না

কম হয়।

পকেট না পুরানো ওষ্টাস্পর্শ

এ যে পদাবলির রাতুল উৎকর্ষ

দেহহীন বিবদমান ওড়াউড়ি

প্যারাসুটবিহীন মুখ থুবড়ে পড়ি।

পূর্ববর্তী নিবন্ধনার্স
পরবর্তী নিবন্ধযাত্রাভঙ্গ