ধলই মুনিরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

হাটহাজারী কাটিরহাট ধলই মুনিরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪২তম বার্ষিক সভা, দস্তারে ফজিলত মাহফিল গত ২৫ মে অনুষ্ঠিত হয়। ধলই মীর মুনিরীয়া মাহবুবিয়া দরবার শরিফের ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ফ্রি চিকিৎসা ক্যাম্প, দাওয়াতে খায়র মহিলা মাহফিল, খতমে বুখারী, খতমে গাউসিয়া এবং আখেরি মুনাজাত। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরী। উদ্বোধক ছিলেন আল্লামা আবু জাফর মুনিরী। প্রধান অতিথি ছিলেন ধলই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ মনছুর। প্রধান আলোচক ছিলেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। ইঞ্জিনিয়ার জাফর আল মামুন ও মাওলানা মুহাম্মদ লোকমানের সঞ্চালনায় মাহফিলে আলোচক ছিলেন এনাম রেজা, অধ্যক্ষ আবুল কালাম, মীর মহিউদ্দিন মুনিরী, মাওলানা মীর হাসানুল করিম মুনিরী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হারুন, শাহাদাত হোসেন চৌধুরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, রাকিবুল ইসলাম মির্জাপুরী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, হাবিবুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ নুরুল ইসলাম, ইসহাক আনসারী, নাছির উদ্দিন, নুরুল আলম, ইঞ্জিনিয়ার সরওয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরী, হুসেইন মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ আতিক। মাহফিলে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ইঞ্জিনিয়ার জাফর আল মামুন। ১২ জন হেফজ সমাপনকারীকে দস্তারবন্দি পরিয়ে দেন অতিথিরা। মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরল রচনারীতি ও ছন্দের মাধ্যমে শিশুকিশোরদের আকৃষ্ট করতে হয়
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে