সরল রচনারীতি ও ছন্দের মাধ্যমে শিশুকিশোরদের আকৃষ্ট করতে হয়

প্রকাশনা উৎসবে বক্তারা

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

কবি শিশুসাহিত্যিক সুবর্ণা দাশ মুনমুনের কিশোরকবিতা গ্রন্থ ‘হাওয়া গান ঝিরঝির ’এর প্রকাশনা উৎসব গত ২৬ মে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম। আলোচক ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আলেঙ আলীম, . শামসুদ্দিন শিশির, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, কবি অরুণ শীল। স্বাগত বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক আজিজ রাহমান। বক্তব্য রাখেন দীপক বড়ুয়া, শৈবাল বড়ুয়া, মো. মাজহারুল হক, অধ্যাপক বদরুননেসা সাজু, কবি জিন্নাহ চৌধুরী। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রত্যক মানুষের মধ্যে কবিসত্তা বিদ্যমান। কিশোর কবিতা কঠিন এক অনুষঙ্গ। সরল রচনারীতি ও ছন্দের মাধ্যমে শিশুকিশোরদের আকৃষ্ট করতে হয়। সুবর্ণা দাশ মুনমুন অত্যন্ত চমৎকারভাবে ছন্দের জাদুময়তা ছড়িয়ে দিয়েছেন তাঁর প্রতিটি কবিতায়।

কবি সুবর্ণা দাশ মুনমুন তাঁর অনুভূতি ব্যক্ত করেন। তাঁর বাবা মুক্তিযোদ্ধা ডা. কাজল কান্তি দাশ শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা অবকাঠামো নির্মাণে সরকার সাফল্য দেখিয়েছে : এমপি নদভী
পরবর্তী নিবন্ধধলই মুনিরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা