ধর্ষণ ও ধর্ষিতা

আলেয়া আরমিন আলো | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

ধর্ষণ আর ধর্ষিতার আর্তনাদে এখন আর অবাক হয় না এ দেশ। এটা প্রতিদিনের ঘটনার মতোই খবরের কাগজের শিরোনাম হবে রোজকার রোজনামচার মতোই, আমরাও যেন মেনেই নিয়েছি। তাই তো আমাদের স্বাধীন বাংলায় নারীরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে… হবেই। রাস্তাঘাটে, কলেজে কোচিংয়ে, পাশের পোড়া রাড়িতে, বাসে ট্রাকে, ক্ষেতে খামারে, নিজ গৃহে এমনকি সমুদ্রেও। ভুক্তভোগী ও তার স্বজনরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে একসময় ধর্ষকের শাস্তির শোনানি হবে পাঁচ বছরের কারাদণ্ড। অথচ, নারী যখন ধর্ষিত হয় তখন তার শরীরের সাথে ভয়ঙ্কর ভাবে ধর্ষিত হয় হৃদয়,হৃদয়ের লালন করা স্বাধীনতা ও তার সাতরঙা সব স্বপ্ন। তার ধর্ষিত শরীরে নরপশুদের আঁচড় দেখে অপমানে আক্রোশে ধর্ষিত হয় তার প্রিয়তম স্বামীর মন মস্তিষ্ক। ধর্ষিত মায়ের আহাজারিতে আতঙ্কিত হয়ে ধর্ষিত হয় তার অবুঝ অসহায় শিশুরা। ধর্ষণেরখবর শুনে ধর্ষিত হয় দেশের বিবেকবান অগণিত জনতা। অথচ, ধর্ষণের শাস্তি হয় মাত্র পাঁচ বছরের কারাদণ্ড! যতদিন আইন করে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করা না হবে ততদিন এদেশে ধর্ষণ কমবে না। থামবে না ধর্ষিতার আর্তনাদ। লেখক : কবি

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর বাস্তবায়ন চাই সংস্কার নয়
পরবর্তী নিবন্ধসরকারি স্কুলের অর্ধেকাংশে ভর্তি পরীক্ষা চালু রাখা যায়