ধর্ষণের বিরুদ্ধে আরো কঠোর আইন প্রণয়ন দাবি

চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

ধর্ষণ বেড়ে যাওয়ায় সারা দেশের ন্যায় চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতা চলতে থাকলে সরকারের সকল ভালো অর্জনগুলো যেমন ধূলিসাৎ হয়ে যাবে, তেমনি বাংলাদেশ বহিঃবিশ্বে গ্রহণযোগ্যতা হারাবে। বক্তারা ধর্ষণের বিরুদ্ধে আরো কঠোর আইন প্রণয়নের দাবি।
নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ : চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং চট্টগ্রাম নারী উন্নয়ন সংগ্রাম পরিষদের সমাবেশ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। নগরীর অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে মো. এনামুল হক লিটনের সভাপতিত্বে ও মো. মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগ নেতা আব্দুল নবী লেদু। প্রধান বক্তা ছিলেন, সাহেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জান্নাত বেগম, মুক্তা শেখ মুক্তি, শিক্ষিকা রেশমা আক্তার, ইয়াসমিন আক্তার। বক্তব্য দেন কবি হামিদুল ইসলাম দুর্জয়, মো. নুরুল কবির স্বপন, বাপ্পী চৌধুরী, এম এ দুলাল, ইমদাদুল হক ইমন, আবুল খায়ের, কামরুল ইসলাম, মো. মামুন, মো. বাপ্পী, মো. রুমি, রীতা দাশ, মো. মিজান, জাহিদুল হক জাহিদ, জহিরুল হক আকাশ প্রমুখ।
বৃহত্তর চট্টগ্রাম অধিকার আন্দোলন : বৃহত্তর চট্টগ্রাম অধিকার আন্দোলনের উদ্যোগে গতকাল বুধবার ধর্ষণবিরোধী মানববন্ধন চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন মুকতাদের আজাদ খান, কাজী জিয়া উদ্দিন সোহেল, এমদাদুল করিম সৈকত, কামাল হোসেন, আতাউল হাকিম, প্রলয় দাশ, সজল দাশ, জিয়াউল করিম রিজভী, বিধান বড়ুয়া প্রমুখ।
নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট : বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসমা আক্তারের সভাপতিত্বে গতকাল বুধবার নগরীর নিউ মার্কেট চত্বরে সমাবেশে বক্তব্য দেন দীপা মজুমদার, আসমা আক্তার, আনজু আারা বেগম, রিপা মজুমদার। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও সুষ্ঠু বিচারের দাবিতে চকরিয়ায় গতকাল বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছোটন কান্তি নাথ, আহমদ রেজা, জিয়াউদ্দিন জিয়া, আদনান রামীম, তৌহিদুল ইসলাম, হাসানুল ইসলাম আদর, আবুল মাসরুর, বিপ্লব দাশগুপ্ত, আপন শর্মা, সাদ উদ্দিন আল জাবিদ, সিরাজুল গণি ছোটন, সাখাওয়াত হোসেন আদনান, আনান, লাবিব, নূর শাহরিয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএমপি লতিফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধধলইয়ে জিয়াউল হক মাইজভাণ্ডারীর ফাতেহা