ধর্ষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

বংশী আইডিয়্যাল স্কুলে গণস্বাক্ষর কর্মসূচি

| বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

চান্দগাঁওয়ের বংশী আইডিয়্যাল স্কুলে সেভ গার্লস ওয়ার্ল্ডওয়াইড – ধর্ষণমুক্ত সমাজ গড়ি সংগঠনের উদ্যোগে ‘আসুন সবাই স্বাক্ষর করি ধর্ষণমুক্ত সমাজ গড়ি’ শ্লোগানে গতকাল বুধবার গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজন বড়ুয়া জানান, প্রাথমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত ৫ কোটি গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। গণস্বাক্ষর প্রদানকারীদের ১১১১ জনের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহার। উদ্বোধনের পর এ পর্যন্ত প্রায় ৬ হাজারের অধিক গণস্বাক্ষর সংগৃহীত হয়েছে। অরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা কোহিনুর আক্তার, শিক্ষক প্রকাশ নাথ, লক্ষ্মী দেবী, ডালিয়া বড়ুয়া, গৌরী ভট্টাচার্য্য, নন্দিতা দেবী, তমিশ্রা দত্ত, কনা দাশ, চামেলী আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মেডিসিন ব্যাংকের ইফতার কর্মসূচি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চক্ষু হাসপাতালে করোনার বুস্টার ডোজ শুরু