ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র শবে বরাত পালিত

আজাদী ডেস্ক | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই চট্টগ্রামের সব মসজিদে শুরু হয় ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত-বন্দেগি। গতকাল শনিবার ফজরের নামাজের পর আখেরি মুনাজাতের মাধ্যমে লাইলাতুল বরাতের ইবাদত শেষ করেন মুসল্লিরা। মসজিদে মসজিদে করোনামুক্তি, বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি, মানবজাতির সুখ, সমৃদ্ধি, রোগমুক্তির জন্য দোয়া করা হয়েছে। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত। ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত বা সৌভাগ্যের রাত’। নফল রোজা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, জিকির, তাহাজুতসহ নানান ইবাদত বন্দেগিতে ধর্মপ্রাণ মুসলিমরা
মহান আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করেন এ রাতে। শবে বরাত উপলক্ষে ঘরে ঘরে হালুয়া-রুটিসহ বিভিন্ন খাবারের আয়োজন করেন সামর্থবানরা।
গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড : কদম মোবারক শাহী জামে মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে ও ঝা.জা.ক.র.আ.মহল্লা সমিতির সার্বিক সহযোগিতায় পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল মুহাম্মদ ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব অধ্যক্ষ বদিউল আলম রেজবী। এ সময় উপস্থিত ছিলেন ঝা.জা.ক.র.আ.মহল্লা সমিতির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম, সি. সহসভাপতি হাজী সাহাবুদ্দিন, সহ-সভাপতি জিয়া উদ্দিন, আকতার হোসেন, ওয়ার্ড সহ সভাপতি আবু জাফর চৌধুরী, সদস্য কামরুজ্জামান কায়সার, মো. ইসহাক, ইমাম হাফেজ ইকরাম হোসেন, মো. আয়ুব, আবুল হাসেম, মো. তছলিম, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিইসির আশা, নির্বাচনে অংশ নেবে সব দল
পরবর্তী নিবন্ধজাতিসংঘের সূচকই প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে : তথ্যমন্ত্রী