দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন

মুহাম্মদ তাফহীমুল ইসলাম | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে দীর্ঘ সময় লকডাউন থাকায় এমনিতেই জনজীবন দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এই লকডাউনে নিম্ন আয়ের অনেক মানুষ হারিয়েছেন সর্বস্ব। মধ্যম আয়ের মানুষও কাটিয়েছেন দুঃসহ যন্ত্রণার দিন। আঁধার কেটে গিয়ে এবার একটু একটু আলো ফুটতে শুরু করেছে। চারিদিক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কষ্টের দিন ভুলে মানুষ আবার সুখের দিনের স্বপ্নে বিভোর হচ্ছে খানিকটা। এমন সময়েই নীল আকাশে যেন আবার মেঘের ঘনঘটা। এবার হঠাৎ করেই বাড়তে শুরু হলো সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। গত কয়েকদিনে ডাল, তেল, পিঁয়াজ, সাবান, দুধ, চিনি, শাকসবজিসহ বেশ কিছু খাদ্যদ্রব্যের দাম বেড়েছে উদ্বেগজনক হারে। যা নিম্ন আয়ের কর্মজীবী মানুষের পেটে লাথি মারার শামিল। মানুষের পাঁচটি মৌলিক অধিকারের একটি খাদ্যের নিশ্চয়তা। এই অধিকারটুকুই যদি মানুষ ঠিকমতো ভোগ করতে না পারে তাহলে দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্ব সচেতনতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান, দয়া করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করুন। মানুষের মৌলিক অধিকার খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করুন।

পূর্ববর্তী নিবন্ধরবিজয়া দশমীর শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধচরিত্র