দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের আক্রান্তের হার এক শতাংশের কম

সিভাসুর গবেষণা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের করোনায় আক্রান্ত হওয়ার হার এক শতাংশের কম। আবার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর আক্রান্তদের চিকিৎসা ঘরেই সম্ভব হয়েছে। কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি না হওয়ায় তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আনুষ্ঠানিকভাবে গবেষণার ফলাফল প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্র বলেছে, চট্টগ্রাম ও চাঁদপুরের সাত হাজার নমুনা পরীক্ষা করে দেখা গেছে, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী মাত্র ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা এক শতাংশেরও কম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা করোনা আক্রান্ত হলেও তাদের কোনোরূপ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে হয়নি। সিভাসুর উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়েছে। গত এপ্রিল মাস থেকে গবেষণা কার্যক্রম শুরু হয়। এতে মোট সাতজন গবেষক অংশ নিয়েছেন। গবেষণায় চট্টগ্রাম এবং চাঁদপুরের সাত হাজার নমুনা বিশ্লেষণ করা হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে গবেষণা রিপোর্ট প্রকাশ করা হবে।
সিভাসুর উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ বলেন, আমরা সাতজন গবেষক তিন মাস ধরে সাত হাজার নমুনা নিয়ে কাজ করেছি। আমরা দেখেছি, দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার হার এক শতাংশেরও কম। আক্রান্তদের চিকিৎসা ঘরেই সম্পন্ন হয়েছে। তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকোভিড : বাংলাদেশে মডার্নার টিকার জরুরি অনুমোদন
পরবর্তী নিবন্ধঘর থেকে বের হলেই কঠোর শাস্তি