করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাড়ে ৩শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ অর্থ বিতরণ করেন ব্যবসায়ী আবদুল নবী খান।
ঈদের আগেরদিন গত মঙ্গলবার সকালে দোহাজারী খানাবাড়ী জামে মসজিদ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, আলী আজম খান, আকতার হোসেন খান পেয়ারু, উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আবদুল গফুর খান, এসএম জামাল উদ্দীন মেম্বার, আবদু সবুর খান, শহিদুল ইসলাম খান, শামসুল ইসলাম খান প্রমুখ।