দোষীদের শাস্তি দ্রুত কার্যকর করার দাবি

লালদীঘি গণহত্যার ৩৪ বছর

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি ঐতিহাসিক লালদীঘি গণহত্যা দিবস উপলক্ষে গতকাল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ২৪ জানুয়ারি যতবার আসে ততবারই জাতির বিবেকবান হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেদিনের ভয়াবহতা ও মানুষের আহাজারি কখনো স্মৃতি থেকে মুছে যাওয়ার মত নয়। যারা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন তারা সবসময় জাতির স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। দীর্ঘ ৩৩ বছর পর দোষীদের শাস্তির রায় ঘোষিত হয়েছে। আদালত এটাকে পরিকল্পিত গণহত্যা বলে পর্যবেক্ষণ দিয়েছে। এখন যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তি নিশ্চিত করলে শহীদদের পরিবার স্বস্তি পাবে।

মহানগর আওয়ামী লীগ : চট্টগ্রামের গণহত্যা দিবসের মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম গণহত্যা ঔপনিবেশিক আমলে জালিয়ান ওয়ালাবাগ গণহত্যার কথা মনে করিয়ে দেয়। ঐ গণহত্যার ঘটনায় রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। চট্টগ্রাম গণহত্যার পর ২৪টি মূল্যবান প্রাণহানি হলেও নানাভাবে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা হয়েছে। এটা আমাদের কাছে লজ্জা ও ঘৃণার বিষয়। আজ ৩৪ বছর চট্টগ্রাম গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দোষীদের ফাঁসির রায় রয়েছে। তিনি গতকাল সোমবার পুরাতন বাংলাদেশ ব্যাংক সংলগ্ন আদালত ভবনের পাদদেশে ১৯৮৮ সালের ২৪শে জানুয়ারি গণহত্যার শহীদদের স্মরণ বেদীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় একথা বলেছেন। অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন, নঈম উদ্দিন চৌধুরী, সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, সফর আলী, নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, আব্দুল আহাদ, বখতিয়ার উদ্দীন খান, মহব্বত আলী খান, পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, মো. বেলাল আহমদ, সিদ্দিক আলম প্রমুখ।

চসিক : চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নব্বইয়ের স্বৈরাচার পতনের মাত্র দুইবছর আগে বীর চট্টলার মাটি রক্তে রঞ্জিত হয়েছিল। সেদিন বীর শহীদদের অপরাধ ছিল স্বৈরাচারের বিরুদ্ধে ফুঁসে উঠা গণতন্ত্রকামী জনতার সমাবেশে তারা অংশ নিয়েছিল। গতকাল সোমবার চট্টগ্রাম কোর্টহিল চত্ত্বরে গণহত্যা দিবসে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, অধ্যাপক মো. ইসমাইল, হাসান মুরাদ বিপ্লব, ওয়াসিম উদ্দিন চৌধুরী, শৈবাল দাশ সুমন, আতাউল্লাহ চৌধুরী, মো. ইলিয়াছ, গোলাম মো. জোবায়ের, নূর মোস্তফা টিনু, কাউন্সিলর নীলু নাগ, আঞ্জুমান আরা, শাহীন আক্তার রোজী প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম গণহত্যা দিবসের আলোচনা সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসায় দেশে স্বৈরশাসনের পতন হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন, খোরশেদ আলম, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, অধ্যাপক আবু নঈম চৌধুরী, পেয়ার মো. পেয়ারু, আসিফ ইকবাল, নাঈমুল ইসলাম প্রমুখ।

মহানগর যুবলীগ : যুবলীগ মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে নগরীর কোর্ট বিল্ডিং চত্বর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, অ্যাড. আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, নুরুল আনোয়ার, আজিম উদ্দিন, শেখ নাছির আহম্মদ প্রমুখ।

কোতোয়ালী থানা আ. লীগ : গণহত্যা দিবসে শহীদদের স্মরণে গতকাল সকালে চট্টগ্রাম কোর্টবিল্ডিংস্থ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন কোতায়ালী থানা আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, কোতায়ালী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মশিউর রহমান চৌধুরী, টিংকু বড়ুয়া, এম মোনায়েম চৌধুরী প্রমুখ।

চকবাজার থানা আ.লীগ : চকবাজার থানা আওয়ামী লীগের পক্ষ থেকে পুরাতন বাংলাদেশ ব্যাংকস্থ কোর্ট বিল্ডিং চত্বরে শহীদ বেধিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম ফারুক, শাহাবুদ্দনি আহমদে, মো. আনসারুল হক, হারুনর রশীদ, জাফর আহম্মদ চৌধুরী প্রমুখ।

উত্তর পাঠানটুলী ওয়ার্ড আ.লীগ : ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি গণহত্যায় শহীদদের স্মরণে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, আসিফ খান, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, কাউন্সিলর নীলু নাগ, আঞ্জুমান আরা, হুমায়ুন কবির রুকন প্রমুখ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ : গণহত্যা দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে কোর্ট বিল্ডিংস্থ শহীদ বেদিতে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ জসিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, শামসেদ খোকন, সদস্য সাধন দাশ, পংকজ রায়, সদস্য এনামুল হক, মোজাম্মেল হক মানিক, আমিনুল ইসলাম, আবদুল বাতেন, সদস্য ইলিয়াছ খান মিলন, সবুজ মিয়াজী প্রমুখ।

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল সোমবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে গণহত্যা দিবস স্মরণে ৩৪তম বার্ষিকী পালিত হয়। ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বের সভায় প্রধান অতিথি ছিলেন নঈম উদ্দিন আহমদ চৌধুরী। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মো. আবদুর রহিম। আলোচনা করেন লায়ন এ কে জাহেদ চৌধুরী, ডা. জামাল উদ্দিন, মীর আবদুর রহমান মামুন, জাবেদুল ইসলাম সিপন, শহীদুল ইসলাম সুমন, বোরহান উদ্দিন গিফারী প্রমুখ।

হালিশহর থানা ছাত্রলীগ : গণহত্যা দিবসে শহীদদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন হালিশহর থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন মোহাইমিনুল হক চৌধুরী শোয়েব, নওশাদ আলী, মাহফুজ আহমেদ ফাহিম, মাহমুদুল হাসান রনি, ইমরান খান আরভি, মো. জাহিদুল ইসলাম, আবিদুর রহমান শুভ, নুরুন নবী ইরফান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি উপেক্ষা করে লাখো ভক্তের সমাগম
পরবর্তী নিবন্ধপারকিতে ‘তরমুজের হাসি’