দোষারোপ নয়, বাড়ুক সচেতনতা

শারমিন মুস্তারী নাজু | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

‘করোনা, কেন তোমার এত ছলনা!/ আমরা ঠিক এখনো তোমায় চিনতে পারছি না…।’ মুক্তির আলো দেখতে গিয়েও দেখলো না পৃথিবী। যেন সারাদিন বসে একটা পর্বতের অনেকটা উঁচুতে উঠে হঠাৎই আবার কোনো এক খাদে পড়ে যাওয়ার মতোই অবস্থা। গোটা পৃথিবীর কথায় না যাই, কথা বলা যাক বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে। দুই মাস আগেও যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০০-৩০০ এর কোটায় সেখানে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় ৭,৫০০ এর কাছাকাছি। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা। কিন্তু প্রশ্ন হলো এই ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির জন্য দায়ী কারা। অনেকেই সিস্টেম কিংবা হাসপাতালগুলোর দিকেই আঙ্গুলটা প্রথমে তোলেন। তবে বাস্তব চিত্র আসলে কি! রাস্তায় বের হলেই চোখে পড়ে মাস্ক না পরে ঘুরে বেড়ানো মানুষ, কিংবা মাস্ক দিয়ে নাক মুখ না ঢেকে বরং সেটাকে গলায় নামিয়ে রাখার চিত্র। শুধু রাস্তায় নয়, এই চিত্রের ব্যতিক্রম ঘটেনা হাসপাতালেও, যেখানে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এরপরেও অনেকে বলবেন প্রতিষ্ঠানগুলোতে মাস্ক পরার ব্যাপারে কেন জোরালো পদক্ষেপ নেয়া হচ্ছে না কিংবা নেই রাস্তায় পুলিশের কঠোর তত্ত্বাবধান। সব জায়গার প্রবেশ দ্বারে কিন্তু ঠিকই রয়েছে-নো মাস্ক, নো সার্ভিসের কথা। তবে আমরা যদি নিজেরাই নিজেদের ভালো না বুঝি তাহলে কতক্ষণ আমাদের উপর পাহারা দিয়ে আমাদের মাস্ক পরানো সম্ভব। রাস্তায় পুলিশ দেখলেই যদি মাস্ক পরি, আর বাকিটা রাস্তা মাস্ক খুলে কিংবা গলায় নামিয়ে ঘুরি তাহলে সংক্রমণের এই ক্রমবর্ধমান হার কমানো কোনোভাবেই সম্ভব নয়। তাই আসুন নিজেরা সচেতন হই। নিজে বাঁচি, অন্যকেও বাঁচতে দেই।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে মারাত্মক ক্ষতির সম্মুখীন দুধের গরু খামারি
পরবর্তী নিবন্ধতিলোত্তমা