দোকানে মূল্য তালিকা না থাকায় অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। দোকানে মূল্য তালিকা না থাকায় আমান বাজারে সাত দোকানীকে ৪৭ হাজার টাকা জরিমানা করে ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়েছে।

 

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেলা প্রশাসকের নিদের্শনা অনুসারে উপজেলার আমানবাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের

মূল্যতালিকা ও পাইকারের নিকট হতে ক্রয়কৃত পণ্যের ভাউচার প্রদর্শন করতে না পারায় কয়েকটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর আওতায় সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গনমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধএবারও ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিবে চবি
পরবর্তী নিবন্ধহাটহাজারীর এনায়েতপুর থেকে গরু চুরি