দৈনিক আজাদী স্বাধীন বাংলাদেশের দর্পণ

আশীষ পাল

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৩ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র প্রিয় পত্রিকা দৈনিক আজাদী ৬৩ বছরে পদার্পণ করাতে জানাই আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা। আজাদী মানে চট্টগ্রামের মাটি ও সর্বস্তরের মানুষের কথা বলার পত্রিকা। এই দেশের মুক্তি, স্বাধীনতা, অন্যায়, অবিচার, বিভিন্ন জনপদের নানাবিধ সমস্যা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, শহর ও গ্রাম অঞ্চলের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা, অতীব সাহসিকতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার একমাত্র পত্রিকা। এক কথায় বলা যায় এই পত্রিকাটি স্বাধীন বাংলাদেশের দর্পণ। তাইতো আজাদীকে এত ভালোবাসি এবং আজাদীর একজন নিয়মিত পাঠক। আশাকরি আজাদী তার ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রেখে বরাবরের মতো এগিয়ে যেতে পারবে। আমার পক্ষ থেকে প্রিয় পত্রিকা দৈনিক আজাদীর কর্তৃপক্ষ, সম্পাদক, সকল রিপোর্টারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় শিক্ষা দিবস :
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী সর্বমহলে সমাদৃত