দেশে কোভিড রোগী ছাড়াল ১৬ লাখ

নতুন শনাক্ত তিন হাজার ছুঁই ছুঁই ঢাকার বাইরে ওমিক্রনের তিন রোগী

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১০:৪৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের মহামারী শুরুর ২২ মাসের মাথায় দেশে মোট শনাক্ত রোগী ১৬ লাখ ছাড়িয়ে গেল। এমন এক সময় এই দুঃখজনক মাইলফলকে বাংলাদেশ পৌঁছাল, যখন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ফের বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৯১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ শতাংশ বেশি। খবর বিডিনিউজের।
একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৩ সেপ্টেম্বর, সেদিন ৩ হাজার ১৬৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ এক হাজার ৩০৫ জনে। গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৮ হাজার ১১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
গত এক দিনে দেশে মোট ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ। এর আগে গত বছরের ৩১ অগাস্ট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল। সেদিন প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৯৪ জনের কোভিড পজিটিভ এসেছিল। মঙ্গলবার ২ হাজার ৪৫৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২৭৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২১ হাজার ৫৪১ জন, যা আগের দিন ১৮ হাজার ৮৯৫ জন ৭১৩ ছিল। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ২৪৩৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৩ শতাংশের বেশি। দেশের ১৫টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।
যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের দুজন পুরুষ, দুজন নারী। একজন চট্টগ্রাম বিভাগের এবং তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে তিনজনের বয়স ছিল ৭০ বছরের বেশি; আর একজনের বয়স ছিল ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।
এছাড়া দেশে প্রথমবারের মতো ঢাকার বাইরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছে; যশোরের এ তিনজনসহ দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ জন। গতকাল সীমান্তবর্তী জেলা যশোরে নতুন করে আরও তিনজনের ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। এদের একজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় বলে জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ড. মো. ইকবাল কবীর জাহিদ।

পূর্ববর্তী নিবন্ধএখন আক্রান্তদের ১৫-২০% ওমিক্রনের রোগী : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় চেয়ারম্যান পদে তিন ইউনিয়নে আ. লীগের একক প্রার্থী