এখন আক্রান্তদের ১৫-২০% ওমিক্রনের রোগী : স্বাস্থ্যমন্ত্রী

| বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশেও এখন করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকার বাইরে প্রথম ওমিক্রনের রোগী শনাক্তের দিন গতকাল বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, এখন আক্রান্তদের ১৫-২০ শতাংশই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। খবর বিডিনিউজের।
দুই বছর আগে বিশ্বে মহামারী বাঁধিয়ে দেওয়ার পর নতুন করোনাভাইরাস রূপ বদল করে চলছে। গত বছরের শুরুতে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের বছরের শেষে আসে ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণে আমেরিকা ও ইউরোপে রোগীর সংখ্যা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বাড়ছে প্রতিবেশী দেশ ভারতেও। বাংলাদেশেও কোভিড আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। এরমধ্যে ডিসেম্বরে ওমিক্রনের প্রথম রোগী (বিদেশ থেকে আসা) ধরা পড়ার পর এখন অবধি ৩৩ জন শনাক্ত হলেও দেশের অভ্যন্তরে ছড়ানোর পড়ার বিষয়ে সরকারি ভাষ্য মিলছিল না।
গতকাল মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন, বিসিপিএস ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এনিয়ে মুখ খোলেন। তিনি বলেন, যে হারে রোগী বাড়ছে, তাতে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন কিছুটা হয়েছেই। আমাদের যে স্ট্যাটিসটিকস আসছে, তাতে দেশে এখন ১৫ থেকে ২০ শতাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত। কাজেই কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে অমি মনে করি।

পূর্ববর্তী নিবন্ধকেডিএস আইডিআর লিমিটেডকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্মাননা
পরবর্তী নিবন্ধদেশে কোভিড রোগী ছাড়াল ১৬ লাখ