দেশে এ মুহূর্তে সক্রিয় কোভিড রোগী ৯০ হাজার

একদিনে শনাক্ত ৯৬১৪, মৃত্যু বেড়ে ১৭ | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

 

 

ওমিক্রনের বিস্তারে দেশে কোভিড রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে দিনে মৃত্যু এক লাফে ১৭তে পৌঁছেছে, যা ১৪ সপ্তাহে সর্বাধিক। আর এই মুহূর্তে সংক্রমিত অবস্থায় রয়েছে ৯০ হাজার জন। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবারের বুলেটিনে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ৬১৪ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়।

নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার গত দিনের মতোই ২৮ শতাংশের উপরে ছিল। আর এই পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যুর খবর এসেছে, যা আগের দিন ছিল ১২। এর আগে একদিনে এত মৃত্যু ঘটেছিল গত বছরের ১৩ অক্টোবর। ১৪ সপ্তাহ আগের ওই দিনটিতে ১৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছিল। অক্টোবরের পর নভেম্বর আর ডিসেম্বরের কোনোদিনই ১০ জনের বেশি মৃত্যুর খবর আসেনি। খবর বিডিনিউজের।

নতুন মৃতদের নিয়ে মহামারীতে দেশে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ২০৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ৪৮২ জন। তাতে এই পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৯। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯৪২ জন। অর্থাৎ এই সংখ্যক মানুষ নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে।

ওমিক্রনে দাপটে বাংলাদেশে রোগীর সংখ্যা এখন আবার হু হু করে বাড়তে শুরু করেছে। সক্রিয় রোগী যেখানে ১০ হাজারের নিচে নেমে এসেছিল, সপ্তাহ দুয়েকের ব্যবধানে তা এখন আবার লাখ ছুঁই ছুঁই করছে। দৈনিক রোগী শনাক্তের হার ডিসেম্বরে ২ শতাংশের নিচে নামার স্বস্তি যেখানে দিচ্ছিল, সেখানে তা এখন আগের রেকর্ড ৩২ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ৬১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ২৮ দশমিক ০২ শতাংশ। সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্তের হার ২৯.০৫ শতাংশ