দেশে একদিনে শনাক্ত ৮৩৪৫ মৃত্যু ২৯ জনের

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে একদিনে আরও আট হাজারের বেশি মানুষের দেহে কোভিড শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে আট হাজার ৩৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। খবর বিডিনিউজের।
তবে এ নিয়ে টানা তিন দিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচেই থাকল। গত ২৩ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল, এক পর্যায়ে ২৬ জানুয়ারি তা ১৬ হাজার ৩৩ জনে পৌঁছায়।

শুক্রবার শনাক্ত রোগী ১০ হাজারের নিচে নামে, সেদিন নয় হাজার ৫২ জন শনাক্ত হয়। শনিবার শনাক্ত হয় আরও আট হাজার ৩৫৯ জন নতুন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আট হাজার ১৫৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৬ লাখ দুই হাজার ৫৫০ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার ৩৯৩ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। তবে উপসর্গবিহীন রোগীরা আক্রান্তরা এই হিসাবেই আসেনি। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নেমে এসেছে ২১ দশমিক ৫০ শতাংশে।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে পাঁচ হাজার ৪৬৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৫ শতাংশের বেশি। যে ২৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৪ জন নারী। তাদের মধ্যে ১৪ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের তিনজন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন দুজন।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি মজুদ পর্যাপ্ত, গত বছরের তুলনায় দামও বেশি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্তের সংখ্যা ও হার দুটোই কমেছে