দেশের শিল্প-সংস্কৃতি সমৃদ্ধ করেছেন গুণীজনরা

সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেছেন, বাংলা ভাষা সংস্কৃতির একটি মাধ্যম। গুণিজনরা এ ভাষা চর্চার মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। যে সমাজে গুণিদের কদর নেই, সেই সমাজে গুণির জন্ম হয় না। যারা দেশকে ও দেশের সংস্কৃতিকে ভালোবাসেন তাদের মধ্যে কেউ কেউ নাট্যচর্চা, লোকসংস্কৃতি, আবৃত্তি, চারুকলা, চলচ্চিত্র ও আলোকচিত্রের মাধ্যমে সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছেন। গত সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, চট্টগ্রামের মানুষ গুণীজনদের সম্মান করতে জানে। তাদের মাধ্যমে আগামীতে আরো সুন্দর ও নতুন কিছু পাবো এটাই আমাদের প্রত্যাশা। তরুণ প্রজন্ম সাংস্কৃতিক কর্মকান্ডকে আরো বেগবান করবে। জেলা শিল্পকলা একাডেমি এ গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছরের ন্যায় ২০১৯ ও ২০২০ সালের জন্য ৫জন করে মোট ১০জন গুণিশিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান করা হয়। গুণিজনদেরকে নগদ অর্থ, সনদপত্র প্রদান, মেডেল ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। সম্মাননা প্রাপ্তরা হলেন নাট্যকলায় ম. সাইফুল আলম চৌধুরী, কন্ঠসঙ্গীতে আবদুর রহিম, যন্ত্রসঙ্গীতে জেকব ডায়েস, চলচ্চিত্রে আনোয়ার হোসেন পিন্টু, চারুকলায় কে. এম এ কাইয়ুম এবং নাট্যকলায় মুনির হেলাল, কন্ঠসঙ্গীতে সুজিত রায়, নৃত্যকলায় শৈবাল সেন, আবৃত্তিতে অঞ্চল চৌধুরী ও ফটোগ্রাফিতে মঞ্জুরুল আলম মঞ্জু। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্টে রাঙ্গুনিয়ায় শিশু ও মহেশখালীতে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর