দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রীর আন্তরিকতা অতুলনীয়

বিভিন্ন স্থানে খাদ্য ও ত্রাণ বিতরণ

আজাদী ডেস্ক | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ নিজেদের অধিকার ফিরে পেয়েছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে শেখ হাসিনার আন্তরিকতা অতুলনীয়। গতকাল রবিবার বিকেলে বোয়ালখালীর পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করোনাকালীন অসহায় গরীব দুস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি এম এ ঈসা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম, জহুরুল ইসলাম জহুর, শেখ শহিদুল ইসলাম, তারেকুল ইসলাম তারেক, খুরশিদ আলম, রেবেকা সুলতানা মনি, নেজাম উদ্দিন, এস এম বোরহান উদ্দিন, আবদুল মোনাফ মহিন, গিয়াস উদ্দিন সুমন প্রমুখ।

এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ : গতকাল নগরীর ২১নং জামাল খান ওয়ার্ডের আওতাধীন হেমসেন লেইনস্থ কাঁচা বাজার প্রাঙ্গণে সর্বসাধারণের মাঝে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখা ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চউক বোর্ড সদস্য এম.আর.আজিমের ব্যবস্থাপনায় রান্না করা খাবার, মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। বিশেষ অতিথি ছিলেন মিথুন বড়ুয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চউক বোর্ড সদস্য এম.আর.আজিম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আসহাব রসুল চৌধুরী জাহেদ, আব্দুল হান্নান, আলী রেজা পিন্টু, সাজ্জাদ হোসেন, একরামুল হক রাসেল, সাব্বির সাকির, কামরুল হুদা পাভেল, বিপ্লব দাশ গুপ্ত, রাজীব দত্ত, শান্তুনু, রাকিব, সুফিয়ান সিদ্দিকী নিলয়, সৈয়দ তুহিন প্রমুখ।

বিএসসি পরিবার : চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি’র পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিবের অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে সামজিক দুরত্ব মেনে আজ সারাদিন ধাপে ধাপে তিন হাজার পরিবারের কাছে পৌঁছে দেন খাদ্য সহায়তা। লকডাউনে কর্মহীন হয়ে পড়া ফেরিওয়ালা, বাস চালক, সিএনজি চালক সহ স্থানীয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে পনেরো দিনের খাবার সামগ্রী চাল, ডাল, আটা, ময়দা, তেল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান আনিসের তত্ত্বাবধানে। এ সময় তিনি বিএসসি পরিবারের পক্ষ থেকে বলেন, আমরা চান্দগাঁওবাসীর সাথে উৎসব পার্বনে, দূর্যোগে, প্লাবনে, ঘূর্নিঝড়ে, মহামারীতে ৫০ বছর ধরে দুই প্রজন্ম ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পথেই হাটছেন তার পুত্র জননেতা মুজিবুর রহমান মুজিব, তার ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য নাজমুল হক নজু, মোঃ সাজ্জাদ, যুবলীগ নেতা নেজাম উদ্দীন, সেচ্ছাসেবকলীগ নেতা মোজাম্মেল হক, ফজলুল হক মনি, মোঃ ইসা. ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দীন তালুকদার, মৎস্যজীবিলীগ নেতা পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাতকানিয়া পৌরসভা : সাতকানিয়া পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রীর উপহার করোনাকালীন অর্থ সহায়তা বিতরণ করা হয়। সাতকানিয়া পৌর এলাকার ৯ ওয়ার্ডের অসহায় হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন এনমুল কবির, খোরশেদুল আলম, আবু বক্কর ছিদ্দিক সোহেল, আরিফুল ইসলাম, রাসেল উদ্দিন, আবদুল হালিম, মাছুমা বেগম, শাহনাজ পারভীন, শারমিন আকতার, নবাব মিয়া রকিব, কামাল উদ্দিন, আবদুল গণি, এনামুল হক, সাখাওয়াত হোসেন প্রমুখ।

দ্যা স্টুডেন্ট সোসাইটি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, সমাজসেবামূলক সংগঠন দ্যা স্টুডেন্ট সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাইস্কুলে এ উপলক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার সাইফুল ইসলাম পারভেজ। প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফরিদ আহমদ, মহিউদ্দিন রোকন, রহমত উল্লাহ শাহিন প্রমুখ। বক্তব্য দেন ওয়াহিদুল ইসলাম ওয়ালিদ, মো. ইউনুস, হাবিব রেজা প্রমুখ। শেষে ইউনিয়নের ৪টি দুস্থ পরিবারের মাঝে আর্থিক স্বচ্ছলতার জন্য একটি করে উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়।

আ.লীগ নেতা মসিউর : চট্টগ্রাম মহানগর আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরীর ব্যাক্তিগত উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বর ও স্টেশন রোড এলাকায় করোনা লকডাউনে সাময়িকভাবে বেকার হয়ে যাওয়া রেলওয়ে কুলি, দিনমজুর ও ভাসমান গরীব অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ৫০০ প্যাকেট তৈরী খাবার ও মাস্ক বিতরণ করেন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান চৌধুরী, রুহুল আমিন তপন, আলকরণ ওয়ার্ড কমিশনার আব্দুস সালাম মাসুম, মহিলা কমিশনার নীলু নাগ প্রমুখ।

এনএনকে ফাউন্ডেশন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছে তথ্য ও সমপ্রচার মন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের মাঝে শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ পারভেজের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। গতকাল পদুয়া মুক্তিযোদ্ধা বাজারে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন মো. শোয়েব, নুরুল আমিন, জাহেদ তালুকদার, মো. শফি, মো. শহিদুল, টিটু বড়ুয়া, মহির উদ্দিন রানা, মো. ইকবাল প্রমুখ।

বারৈয়াঢালা ইউনিয়ন : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, মহামারী করোনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে গরিব ও দুস্থ ৩৫০ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বারৈয়াঢালা ইউপি কার্যালয়ে গরিব ও দুস্থ পরিবারে ১হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার চিন্ময় বড়ুয়া, বারৈয়াঢালা ইউপি সদস্য রফিকুল ইসলাম, খোরশেদ আলম, নুর হোসেন, দিদারুল আলম, রফিউজ্জামান, দিদারুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ভিএফএস চালু রাখতে পররাষ্ট্র মন্ত্রীকে নওফেলের চিঠি
পরবর্তী নিবন্ধপছন্দের মেয়েকে বশে আনতে না পারায় কবিরাজকে কুপিয়ে হত্যা