জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশব্যাপী যে উন্নয়ন কাজ করেছে, তা এখন বিশ্বব্যাপী দৃশ্যমান হয়েছে। এ উন্নয়নের ধারা চলমান রাখতে হবে। সেজন্য সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়ন অগ্রযাত্রার সারথী হতে হবে। তাহলে আগামীতে উন্নয়নের জন্য বলতে হবে না। তিনি আরোও বলেন, আগামী ২ বছরের মধ্যে উপজেলার কচুয়াইয়ের অসম্পূর্ণ যে সকল উন্নয়ন কাজ রয়েছে তা সম্পন্ন করা হবে। তিনি গতকাল রবিবার উত্তর শ্রীমাই পারিগ্রাম মল্লপাড়া বন বিভাগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ. লীগের সহ সভাপতি আবদুল খালেক, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ঋষি বিশ্বাস, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম শামীম, মুছা খান, এড. অঞ্জন বিশ্বাস, উৎপল সরকার রাজু, আবু তৈয়ব, এনামুল হক মজুমদার, মো. রফিক প্রমুখ।