বিভিন্ন স্থানে বিজয় দিবস উদযাপন

আজাদী ডেস্ক | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চসিক সিবিএ ও অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ : বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার টাইগারপাস্থ চসিক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) ও চসিক অস্থায়ী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম চৌধুরী, চসিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক, মিজানুর রহমান, খোকন বনিক, কুতুব উদ্দিন, আব্দুল মামুন, গোলাম নুর প্রমুখ।
ইউসিটিসি : যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করল ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)। ১৬ ডিসেম্বর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাস চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ফিন্যান্স ডিরেক্টর প্রফেসর আব্দুল কাদের তালুকদার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা জাতিকে চিরকাল এগিয়ে চলার প্রেরণা যুগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কথামালা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আসর ১৮ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং আবছার উদ্দিন অলির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফাজলে রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন জাফর ইকবাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ইমতিয়াজ আহমেদ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্‌ফর আহমেদ এবং গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস.এম. আজিজ, আজিমুল ইসলাম চৌধুরী, সাইফুল আলম, আব্দুল মান্নান, আনোয়ারুল আজিম, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, কোহিনুর আক্তার, ফরহাদ হোসেন মোস্তফা, মো. সেলিম, মতিউর রহমান সৌরভ, সাইদুল বাকীন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মঞ্জুর আলম, আসিফ ইকবাল, তাসলিমা আক্তার নিশা, কবির মোহাম্মদ, আব্দুল আজিম মুন্না প্রমুখ।
২নং ধলই ইউনিয়ন আ.লীগ : হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার সভাপতি শওকত আলী (বাবুল) জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচির সূচনা করেন। পরে ১নং ওয়ার্ড শাখার দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আরও উপস্থিত থেকে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সিরাজুল হক, জামাল উদ্দীন, জাবেদুল হোসেন চৌধুরী, সৈয়দ মুজিবুল আলম, যুবলীগ নেতা এম. এন. আনোয়ার (ফারুক), তাজুল ইসলাম, বাবর আলী চৌধুরী, হাসান চৌধুরী, আবুল মনছুর, ফরিদুল আলম, মো. মিয়া, ইরফান, মঈন উদ্দীন, কৃষক লীগ সভাপতি সেলিম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা এম. এন. আনোয়ার (ফারুক)। প্রেস বিজ্ঞপ্তি।
নাজিরহাট কলেজ : নাজিরহাট কলেজে দুদিনব্যাপী অনুষ্ঠানমালা গত ১৮ ডিসেম্বর শেষ হয়েছে। অধ্যাপক শ্যামল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদ সালাউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী, পরিচালনা পর্ষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, শাজাহান খান, অধ্যাপক শিরিন আক্তার ও অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন। সঞ্চালনা করেন অধ্যাপক কে এম মহিউদ্দিন ও অধ্যাপক রনিতা দে।
আনোয়ারা প্রেস ক্লাব : আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধে প্রেস ক্লাবের সভাপতি সরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম আলী হোসেন, এম এ সবু্‌র, আবদুল মান্নান, মো. আবদুল আজিজ, ফৌজুল আজাদ চৌধুরী, মো. শেখ আবদুল্লাহ, এম ডি এইচ রাজু, সাদ্দাম হোসেন, এম ইমরান বিন ইসলাম, রাজীব শর্মা, আলবিন মো. মইনুদ্দিন চৌধুরী, মো. জামাল উদ্দিন, এম এম আর মামুন ও মো. ফোরকান উদ্দীন।
রেলওয়ে শ্রমিক লীগ : বিজয় দিবসকে স্বাগত জানিয়ে রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লোকমান হোসেন। র‌্যালিটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বিভিন্ন প্লাটফর্ম প্রদক্ষিণ করে পুরাতন স্টেশন চত্ত্বরে শেষ হয়। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গোকুল চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার দাশ। আরো বক্তব্য রাখেন এটিএম আবিদ হোসেন, সাইমুম হোসেন, সাজ্জাদ হোসেন, শামীম সাহারিয়ার পাপ্পু, আবু সুফিয়ান, লুৎফা বেগম, জাকির হাসান, রকিবুল আলম সাজ্জী, শফিকুল ইসলাম শফিক প্রমুুখ।
বহিঃবিশ্ব সন্দ্বীপ জাতীয়বাদী ফোরাম : মহান বিজয় দিবস উপলক্ষে বহিঃবিশ্ব সন্দ্বীপ জাতীয়বাদী ফোরামের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান সংগঠনের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনসহ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ জাতীয়বাদী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল মাওলা শামিম, সহ-সভাপতি দিদারুল আলম, সহ-সম্পাদক লায়ন মোঃ নাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার নাছিরুল কবির, মনির তালুকদার, জামশেদুর রহমান, সাইফুর রহমান শামিম, সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন : সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতারের উদ্দ্যোগে শুক্রবার রাজধানী দোহার একটি অভিজাত হোটেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ এরশাদুল আলমের সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি সমাবেশ সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাঈম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাতার গাউসিয়া কমিটির সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ মোসাদ্দেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আবু তালেব, নাজমুল আলম পারভেজ, প্রকৌশলী লিয়াকত, মুহাম্মদ সরোয়ার আলম, আবুল হাসনাত, এম আকাশ, আকবর হোসেন বাচ্চু।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণসভা কাল
পরবর্তী নিবন্ধদেশের উন্নয়ন আজ বিশ্বব্যাপী দৃশ্যমান