দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

পটিয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে মুখ্যসচিব

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন তিন লাখ পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। এর মধ্যে দেড় লাখ পরিবারকে ঘর দেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীনদের পায়ের তলায় মাটি ও মাথার উপর ছাদ দিয়েছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের সঙ্গে থাকতে পারা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। সমাজের সব শ্রেণী-পেশার মানুষ এককাতারে থেকে দেশের উন্নয়নে কাজ করবো। সুন্দর পরিবর্তন আনবো। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের সাগরিকা, দেবশ্রী দেবু। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মারুফ উল্লাহ মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হাসান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকারভোগী ও নতুন ঘর পাওয়া সর্বমোট তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারেও জুনিয়র চেম্বারের কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চক্ষু হাসপাতালে সেবা পেয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ