কক্সবাজারেও জুনিয়র চেম্বারের কার্যক্রম শুরু

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

এবার পর্যটন নগরী কক্সবাজারেও যাত্রা শুরু হলো জুনিয়র চেম্বার বাংলাদেশের কক্সবাজার শাখার। গত বৃহস্পতিবার অভিজাত একটি হোটেলে জেসিআই কক্সবাজার ইউনিটের অভিষেক, চেইন হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পথচলা শুরু হয়। অনুষ্ঠানে কক্সবাজার ইউনিটের প্রতি প্রেরণামূলক বক্তব্য দেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেসিআই ন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সাইফউদ্দৌল্লাহ, সেক্রেটারি জেনারেল জিয়াউল হক, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। অনুষ্ঠানে জেসিআই কক্সবাজারের প্রেসিডেন্ট আবু ফারহানকে শপথ পড়ান ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। বোর্ড সদস্যদের পড়ান ওই ইউনিটের নব নির্বাচিত সভাপতি আবু ফারহান। একই সাথে তাকে চেইন হস্তান্তর করেন অনুষ্ঠানের অতিথিরা। জেসিআই কক্সবাজারের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- আবেদ আহসার সাগর, শেখ আশিকুজ্জামান, তাহসীন লুৎফুর, আমজাদ মাহমুদ, হুমায়ন কবির রুবেল, ফয়সাল সিদ্দিকী, জিসান নাজিম উদ্দিন আহমেদ ও আরিফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুল একাডেমির পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে