দেশের অর্জন ধরে রাখতে হবে

চট্টগ্রামে আওয়ামী লীগের বিজয় র‌্যালি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের আহ্বানে দেশব্যাপী বিজয় শোভাযাত্রা আয়োজনের অংশ হিসেবে গতকাল চট্টগ্রামেও মহানগর আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি বের করা হয়। বেলা ২টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পুরাতন রেল স্টেশন থেকে বের হয়ে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। শোভাযাত্রা পূর্ব সমাবেশে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, নজিরবিহীন ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের অর্জিত বিজয় একটি ঐতিহাসিক ঘটনা। স্বাধীনতার পর একেবারে শূন্য থেকে শুরু করে বঙ্গবন্ধু সেদিন ঘোষণা করেছিলেন, ১০ বছরের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তিনি সেভাবেই এগুচ্ছিলেন। কিন্তু ৭৫’র ১৫ আগস্ট সব হিসেব-নিকেষ বদলে দেয়। শেষে অনেক চড়াই-উতরায় পেরিয়ে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে অভিধায় উন্নীত করেছেন তা ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইসহাক, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমেদ, জালাল উদ্দিন ইকবাল, আবদুল আহাদ, আবু তাহের, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, জহরলাল হাজারী প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল বিকেল ৩টায় বিজয় শোভাযাত্রা বের করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নেতৃত্বে এক বিশাল বিজয় শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিজয়ের গৌরবে গৌরবান্বিত হওয়ার দিন ১৬ ডিসেম্বর। গৌরব, আনন্দ, অহংকার, আত্মমর্যাদা ও আত্মোপলব্ধির দিন মহান বিজয় দিবস। বাঙালির বিজয়ের সাথে উচ্ছ্বারিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। যিনি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদের একটি স্বাধীন-সার্বভৌমত্ব রাষ্ট্র উপহার দিয়েছেন। বিজয়ের শপথ হোক সুখী, সমৃদ্ধ, জঙ্গীবাদমুক্ত সোনার বাংলা গঠন।
সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, সাংবাদিক আবু সুফিয়ান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, অ্যাডভোকেট আবদুর রশিদ প্রমুখ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড আসনের সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম এমপি। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, রেজাউল করিম বাহার, নাজিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা হাসেম ভূঁইয়া, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, বেলাল উদ্দীন, নিজাম উদ্দীন, শাহাজাহান, মেজবাউদ্দিন চৌধুরী, মাহবুব মেম্বার, সাহাবউদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী প্রমুখ।
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ : চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজিসি ট্রাস্ট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পুরো দেশ আজ উৎসবে মেতেছে। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এম সাইফুদ্দিন আহমেদ, ২ নম্বর জোয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির আহমদ মেম্বার, দক্ষিণ জেলার প্রজন্মলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, প্রজন্মলীগ নেতা ইকবাল রাকিন, হাসান, মামুন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, দোহাজারী পৌলসভা যুবলীগ নেতা শওকত খান, যুবলীগ নেতা হারুন, সেলিম, মতিন, মেম্বার রুবেল, মোস্তাফিজ, সাজ্জাদ, কামরুজ্জামান, লিটন, তারেক প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী নেতৃত্বে মিছিলটি আনোয়ারা সরকারি কলেজের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন হিরু, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব, সাহাব উদ্দিন হেলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্তের হার নামল এক শতাংশের নিচে
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ নির্ধারণ