দেশি-বিদেশি শিল্পীর অংশগ্রহণে ইডিইউতে ‘হারমনি অব আর্টস’

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

সবাইকে সুস্থ ধারার বিনোদনে মাতিয়ে তুলতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) কালচারাল ক্লাব আয়োজন করেছে ‘হারমনি অব আর্টস সিজন টু’। দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে অনলাইনে তিনদিনের এ আয়োজন শুরু হল গতকাল বৃহস্পতিবার। প্রতিদিন রাত ৮টা থেকে অনলাইনে প্রিমিয়ার হওয়া এ অনুষ্ঠানটি শেষ হবে ১৭ জুলাই। করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে গত বছর থেকে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, করোনাকালে ইডিইউর শিক্ষার্থীরা নানাক্ষেত্রে নেতৃত্বমূলক ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মাঝে সামাজিক নেতৃত্বের স্ফূরণ ঘটাতে ইডিইউ কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীদের মাঝে প্রাণসঞ্চারের লক্ষ্যে ইডিইউ কালচারাল ক্লাবের এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। দেশের গণ্ডির বাইরে গিয়ে ভিনদেশের শিল্পীদের সংযুক্ত করতে পারা তাদের অন্যতম অর্জন। এতে অংশগ্রহণ করছে মোট ৬টি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন। এগুলো হলা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান আন্তর্জাতিক ইউনিভার্সিটি। গতকাল প্রথম দিনের আয়োজনে সঙ্গীত পরিবেশন করে ইডিইউ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পার্থ প্রতিম মহাজন ও বিদেশি শিল্পী এলিফ সুদানাজ সিলন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদের ছুটিতেও সেবা দিবে এভারকেয়ার হসপিটাল
পরবর্তী নিবন্ধকরোনার ক্রান্তিলগ্নে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন