করোনার ক্রান্তিলগ্নে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন

খাদ্য সহায়তা প্রদানকালে বিভাগীয় কমিশনার

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে চট্টগ্রাম নগরীর অসচ্ছল, ছিন্নমূল, বাস্তুহারা, হতদরিদ্র, শারীরিক প্রতিবন্ধী, ইমারত নির্মাণ ও পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ১৬শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছাম্মৎ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. মাসুদ কামাল, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনারের পি এস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হাসান প্রমুখ।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী আজ বিপর্যস্ত। দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক সহযোগিতা নিয়ে সমাজের অসচ্ছল ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। করোনাকালে কোনো মানুষ খাদ্য সংকটে থাকবে না। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কঠোর লকডাউনে যারা অতি কষ্টে দিনযাপন করছেন তাদের প্রত্যেককে সরকারি ত্রাণের আওতায় আনা হবে। যতদিন লকডাউন চলবে ততদিন সরকারি সহায়তা প্রদান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশি-বিদেশি শিল্পীর অংশগ্রহণে ইডিইউতে ‘হারমনি অব আর্টস’
পরবর্তী নিবন্ধ‘সিআরবিতে হাসপাতাল হলে পুরো এলাকার পরিবেশ হুমকির মুখে পড়বে’