দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র মোকাবেলা করা হবে

ঐতিহাসিক মুজিবনগর দিবসের সভায় নাছির

| বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:২২ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, মুজিবনগর সরকার ৭১’র এই দিনে শপথ গ্রহণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের প্রথম ভিত্তি সোপান নির্মিত হয়। এই সোপান থেকে উৎসারিত বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহান বিজয়। যারা এই সত্যকে অস্বীকার কারে তারা পাকিস্তানের প্রেতাত্মা। তিনি গতকাল বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনিস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সাফল্যের শীর্ষচূড়ায় তখনই এদেশকে পদানত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র অতীতেও মোকাবেলা করেছি, এখনো করছি এবং ভবিষ্যতেও করবো। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এ কে এম বেলায়েত হোসেন, নোমান আল মাহমুদ, শেখ মাহমুদ ইসহাক, শফিক আদনান, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মোহাম্মদ হোসেন, শহিদুল আলম, আবুল মনসুর, জাফর আলম চৌধুরী, ছিদ্দিক আলম, অধ্যক্ষ আসলাম হোসেন, মোমিনুল হক, মোহাম্মদ সালাউদ্দিন, আবুল হাশেম বাবুল, আতিকুর রহমান, মাহবুব আলম কোম্পানি, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, হুমায়ুন আলম মুন্না, মোহাম্মদ ইলিয়াস সরকার, আকবার আলী আকাশ। সভার শুরুতে মহান স্বাধীনতা যুুদ্ধে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের তিনটি বড় প্রতিষ্ঠান ঘুরে দেখলেন সিআইইউ শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধমেগা র‌্যাফেল ড্র বিজয়ীকে বাজাজ পালসার মোটরসাইকেল প্রদান