দেরিতে আসায় বক্তব্য দিতে পারেননি বাঁশখালীর এমপি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ ডিসেম্বর, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা সমাবেশ স্থলে আসা শুরু করেন সকাল ১০টা থেকেই। সমাবেশে চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা আনুষ্ঠানিক বক্তব্য রাখতে শুরু করেন দুপুর ১২ টায়।

অবশ্য সকাল ১০ টার আগেই সমাবেশ স্থল ও আশপাশের এক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মঞ্চে দুপুর ২ টা ২৮ মিনিটে সর্বশেষ বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

এর পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বক্তব্য দিতে ওঠেন। এই সময় মহাসমাবেশ স্থলে আসনে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সমাবেশে বিলম্বে আসার কারণে তিনি আর বক্তব্য দিতে পারেননি। তার আগেই চট্টগ্রামের সব সংসদ সদস্য এবং পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীও বক্তব্য দিয়ে দিয়েছেন। সমাবেশে একমাত্র মোস্তাফিজুর রহমান চৌধুরীই বক্তব্য দিতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের বগির চিকা মুছে দিল চবি প্রশাসন
পরবর্তী নিবন্ধআয়াতের বাবাকে ১২ টুকরো করার হুমকিদাতা কে?