দেওয়ানহাট ব্রিজের নিচে ময়লা-আবর্জনার অপসারণ চাই

| শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কদমতলীস্থ ধনিয়ালাপাড়া সংলগ্ন সড়কটি অপরিকল্পিত ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য নষ্ট হচ্ছে পরিবেশ ও সৌন্দর্য। এর আশপাশের পরিবেশের উপর পড়ছে মারাত্মক ক্ষতিকর প্রভাব। বেশ কিছুদিন ধরে দেওয়ানহাট ব্রিজের নিচে রেলপথ ও সড়কপথের জায়গায় বর্জ্য ও উচ্ছিষ্ট খাদ্যসামগ্রী ফেলে ময়লার স্তূপ করা হয়েছে। এতে আশপাশের মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ।

কোমলমতি শিশুরা এই ময়লার পাশ দিয়ে চলাফেরা করতে গিয়ে আক্রান্ত হচ্ছে নানা রকম বায়ুবাহিত রোগে। একই সঙ্গে যাতায়াতকারী যাত্রীরা দুর্গন্ধযুক্ত এলাকা পার হওয়ার সময় দুর্ভোগে পড়ছেন। বিষয়টি এখনো কর্তৃপক্ষের নজরে আসছে না। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, ভোর বেলা একদল লোক ভ্যানে অথবা পিকআপ ভ্যানে করে এখানে ময়লা ফেলে।

কখনো কখনো রাতের গভীরে ময়লা ফেলা হয়। নিষেধ করা সত্ত্বেও তারা বিষয়টিকে আমলে নিচ্ছেন না। এতে পরিবেশ নষ্ট হচ্ছে এবং এর দুর্গন্ধ থেকে বিভিন্ন রকম রোগ-জীবাণু ছড়াচ্ছে। এ বিষয়টি ভেবে দেখা দরকার অবশ্যই কর্তৃপক্ষের।

মোঃ আব্দুল হান্নান (কাজল )
ধনিয়ালাপাড়া, কদমতলী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুধীররঞ্জন খাস্তগীর : লেখক ও চিত্রশিল্পী
পরবর্তী নিবন্ধঅলসতা এক প্রকার ব্যাধি